chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাতকানিয়ায় ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড

চট্টলা ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়ায় চতুর্থ শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রী ইভটিজিংয়ের শিকার হয়েছেন। এমন অভিযোগ পেয়ে মঙ্গলবার (৭ জুন) দুপুরে তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরার নের্তৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে অভিযুক্ত যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

দণ্ড প্রাপ্ত যুবকের নাম সুকুমার সূত্রধর। বয়স ৩৪। সে একই উপজেলার পুরাগড় ইউনিয়েনের ৮ নম্বর ওয়ার্ডের সুনীল সূত্রধরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা। তিনি বলেন, সাতকানিয়ায় রাইজিং স্টার কিন্ডার গার্টেন স্কুলে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে স্কুলে যাওয়ার পথে সিএনজিতে বসে ইভটিজিং করে দণ্ডিত যুবক।

পরে ওই ছাত্রীর অভিভাবকেরা কৌশলে ওই যুবককে আটক করে আমাদের অবহিত করেন। খবর পেয়ে টিম নিয়ে ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়।

অভিযানে অপরাধ স্বীকার করে নেওয়ায় সুকুমার সূত্রধর নামে এ যুবককে দণ্ডবিধি ১৮৬০ মোতাবেক ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর