chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইপিজেডে অনলাইনে জুয়া খেলে দুইজন গ্রেফতার

ডেস্ক নিউজঃ নগরীর ইপিজেডে অনলাইন সাইটে জুয়া খেলার সময় ২ জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। রোববার (৫ জুন) রাতে কলসী দিঘীর পাড় এলাকার ফ্রি পোর্ট বালুর মাঠ সংলগ্ন কমিশনারের মার্কেটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত একটি স্মার্ট ফোন, নগদ ১৪ হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. রাসেল হায়দার (৩৫) ও মো. রফিকুল ইসলাম (৩২)।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, আসামিরা পেশাদার জুয়ারী। রাসেল হায়দার অনলাইন জুয়া খেলার ওয়েবসাইট bet 365 এর “shohana8” এবং “sh36536” এ্যাকাউন্টসের মাধ্যমে বাজি পরিচালনা করে পরে সেই বাজির টাকা ডলারে রূপান্তরিত করে আবারও তা বাজি খেলায় বিনিয়োগ করে। রাসেলের হোয়াটসঅ্যাপ আইডি থেকে জুয়ার বিষয়ে চ্যাটিং সহ নিজ বিকাশ নম্বরে টাকার লেনদেন করে থাকে। উক্ত এ্যাকাউন্টের মাধ্যমে সে অনলাইনে জুয়ার বাজি ধরার টাকা ডলারের মাধ্যমে লেনদেন ও স্থানান্তর করে থাকে। রফিকও একইভাবে জুয়ায় অংশ নেয়। এভাবে অনলাইন জুয়ার মাধ্যমে দেশের টাকা অবৈধভাবে দেশের বাইরে পাচার হয়ে যাচ্ছে।
এমএইচকে/চখ

এই বিভাগের আরও খবর