chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আজ জাপানের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

ডেস্ক নিউজ:  আজ ৬ জুন, এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপানের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল।  

টোকিওর নিউ জাপান ন্যাশনাল স্টেডিয়াম বাংলাদেশ সময় আজ বিকেল ৪টা ২০ মিনিটে মাঠে গড়াবে জাপান এবং ব্রাজিলের এই ম্যাচটি।

যদিও ব্রাজিলের ম্যাচটি প্রীতি ম্যাচ। কোচ তিতের সামনে সুযোগ, তার পুরো দলকে যাছাই-বাছাই করার। কোরিয়ার বিপক্ষে যেমন ৭-৮ টি পরিবর্তন ঘটিয়ে পুরো দলকে মাঠে নামিয়েছিলেন তিনি। জাপানের বিপক্ষেও নিজেদের শক্তিকে ঝালাই করে নেয়ার সুযোগ পাবেন তিতে। ব্রাজিল কোচের দল নিয়ে পরীক্ষা-নীরিক্ষার মাঝে জাপানের কী অবস্থা হয়, সেটাই দেখার বিষয়।

তবে জাপানও ছেড়ে কথা বলবে না হয়তো। এশিয়া থেকে অন্যতম দেশ হিসেবে কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে তারাও। গত সপ্তাহেই আরেক লাতিন দেশ প্যারাগুয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে জাপানিরা।

জাপানের বিপক্ষে সর্বমোট ১২টি ম্যাচ খেলেছে ব্রাজিল। এর মধ্যে ১০টিতেই জিতেছে তারা। ২টি হয়েছে ড্র। অথ্যাৎ, ব্রাজিলকে কখনোই হারাতে পারেনি তারা। ঘরের মাঠে এবার প্রথমবারের মত ব্রাজিলকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করার অপেক্ষায় সুর্যোদয়ের দেশটি।

নচ/চখ

এই বিভাগের আরও খবর