এবার পাবনায় আগুন, ২৫ লাখ টাকার ক্ষতি
ডেস্ক নিউজ: পাবনা জেলার বেড়া উপজেলার কৈটুলা ইউনিয়নের একটি চুল্লিতে চীনা প্রযুক্তিতে পাটখড়ি পুড়িয়ে কার্বন পাউডার বা চারকোল তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। আগুনে গুদামটির প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
রবিবার (৫ জুন) রাত পৌনে ৮টার দিকে কিউলিন ইন্ডাস্ট্রিজের গুদামে আগুন লাগে। এতে ফায়ারের ৪টি ইউনিটের ৩ ঘন্টা চেষ্টায় রাত সাড়ে ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।
বেড়া ফায়ার সার্ভিসের স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) মো. নাজমুল হুদা রুমন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে বেড়া মডেল থানা পুলিশ, বেড়া ও কাশিনাথপুর ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
কিউলিন ইন্ডাস্ট্রিজ লিমিটেড মূলত পাটখড়ি পুড়িয়ে পাউডার উৎপাদন করার কাজ করে থাকে। প্রতিষ্ঠানটি নিজদের উৎপাদিত পণ্য চীনে রপ্তানি করে।
এদিকে এলাকাবাসী জানায়, গুদামের চুল্লি থেকে আগুন লাগলেও তাদের নিজস্ব কোনো ফায়ার সেফটি ব্যবস্থা নেই। তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এটি খুবই আশঙ্কা জনক।
মআ/চখ